আসছে রফিকুজ্জামান রণির কবিতার বই ‘না ফেরার ব্যাকরণ’
অমর একুশে বইমেলা ২০২৫ এ আসছে চাঁদপুর জেলার স্বনামধন্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠন চর্যাপদ একাডেমির মহাপরিচালক আইনজীবী রফিকুজ্জামান রণি নতুন কবিতার বই ‘না ফেরার ব্যাকরণ’। অর্ধ-শতাধিক কবিতা নিয়ে বইটি প্রকাশ করছে জলধি প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন তাইফ আদনান, বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। একুশে বই মেলায় জলধি প্রকাশনের ১৯২ ও ১৯৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
প্রকাশিতব্য বই সম্পর্কে কবি বলেন, “এটি তার ৮ম বই। এ বইয়ে বিচিত্র ধারার কবিতা স্থান পেয়েছে। যেমন সনেট, সেস্টিনা, কোয়াট্রেন, ম্যাক্সিম, রুবাই, হাইকু, ছন্দোবদ্ধ কবিতা, অনুকাব্য, গদ্যকাব্য, গীতিকাব্য ও দীর্ঘকবিতা।”
কবি রফিকুজ্জামান রণির প্রকৃত নাম- মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা- মোহাম্মদ কামরুজ্জামান খোকা, মাতা- লাভলী জামান। তাঁর জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৯২; চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়, দোঘর গ্রামে।
চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশায় আইনজীবী। প্রতিষ্ঠা করেছেন চর্যাপদ সাহিত্য একাডেমি।
কবি রফিকুজ্জামান রণি জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯; চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার-২০২১; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪; জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা-২০১৪; মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মননা-২০২২; ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক-২০১৩ সহ সাহিত্য সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য আরো বেশকিছু পদক ও পুরষ্কার লাভ করেছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো: দুই শহরের জানালা (গল্প); ধোঁয়াশার তামাটে রঙ (কবিতা); চৈতি রাতের কাশফুল (গল্প); মুঠো জীবনের কেরায়া (কবিতা), অতল জলের গাঁও (কবিতা), স্মৃতির ছায়াশিস (গল্প), টুনটুনি ভূত (শিশুতোষগল্প), না ফেরার ব্যাকরণ (কবিতা)।