Header Ads

Header ADS

আসছে রফিকুজ্জামান রণির কবিতার বই ‘না ফেরার ব্যাকরণ’

 

আসছে রফিকুজ্জামান রণির কবিতার বই ‘না ফেরার ব্যাকরণ’

অমর একুশে বইমেলা ২০২৫ এ আসছে চাঁদপুর জেলার স্বনামধন্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠন  চর্যাপদ একাডেমির মহাপরিচালক আইনজীবী রফিকুজ্জামান রণি নতুন কবিতার বইনা ফেরার ব্যাকরণ অর্ধ-শতাধিক কবিতা নিয়ে বইটি প্রকাশ করছে জলধি প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন তাইফ আদনান, বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। একুশে বই মেলায় জলধি প্রকাশনের ১৯২ ১৯৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

প্রকাশিতব্য বই সম্পর্কে কবি বলেন, “এটি তার ৮ম বই। বইয়ে বিচিত্র ধারার কবিতা স্থান পেয়েছে। যেমন সনেট, সেস্টিনা, কোয়াট্রেন, ম্যাক্সিম, রুবাই, হাইকু, ছন্দোবদ্ধ কবিতা, অনুকাব্য, গদ্যকাব্য, গীতিকাব্য দীর্ঘকবিতা।”

কবি রফিকুজ্জামান রণির প্রকৃত নাম- মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা- মোহাম্মদ কামরুজ্জামান খোকা, মাতা- লাভলী জামান। তাঁর জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৯২; চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়, দোঘর গ্রামে।

চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশায় আইনজীবী। প্রতিষ্ঠা করেছেন চর্যাপদ সাহিত্য একাডেমি।

কবি রফিকুজ্জামান রণি  জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯;  চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার-২০২১; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪; জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা-২০১৪; মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মননা-২০২২; ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক-২০১৩ সহ সাহিত্য সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য আরো বেশকিছু পদক ও পুরষ্কার লাভ করেছেন।

তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো: দুই শহরের জানালা (গল্প); ধোঁয়াশার তামাটে রঙ (কবিতা);  চৈতি রাতের কাশফুল (গল্প); মুঠো জীবনের কেরায়া (কবিতা), অতল জলের গাঁও (কবিতা), স্মৃতির ছায়াশিস (গল্প), টুনটুনি ভূত (শিশুতোষগল্প), না ফেরার ব্যাকরণ (কবিতা)। 


 

Powered by Blogger.