Header Ads

Header ADS

সুশান্ত সেনের কবিতাগুচ্ছ

সুশান্ত সেনের কবিতাগুচ্ছ


পাগল

পাগলের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে
এইরূপ সংবাদ পাওয়াতে
আজকাল বিচলিত হওয়া বন্ধ -- 
তাই কোন কোন সংবাদে 
বিচলিত হবো, কোন কোন সংবাদে হব'না বসে বসে  ভাবছি।

এমন সময় সামনের বট গাছে 
একটা বাজপাখি সাই করে নেমে এসে
শালিক ছানা কে ধরে দূরে কোন একটা
কারাগারে নিয়ে চলে গেল।

তারপর একুশ তলা বাড়ির 
কুড়ি তলা থেকে পড়ে যাওয়ার 
ঘটনা কে আত্মহত্যা বলে
কাগজে কাগজে জোর প্রচার।

মাথা ঘামিয়ে ঘামিয়ে যেই না 
অংকের সমাধান খুঁজে পেলাম
অমনি দরজার কলিং বেল বেজে উঠলো,
আর গিন্নি এসে বললো
তোমাকে থানা থেকে ডাকতে এসেছে।

আগের বারের মতন।

তাই পাজামা ছেড়ে রেখে
প্যান্ট শার্ট পরে নিচ্ছি।




আছি

আমি আছি বকুল তলায়
আমি আছি চাঁদের কলায়,
আমি আছি বকুল তলায় ফুল কুড়াতে
আমি চাই সন্ধেবেলায় মন ভোলাতে, 
আমি হই তোমার প্রেমের পপ সঙ্গীত
আমি হই হিমালয়ের উদ্দাম শীত,
আমি ত স্বপ্নে অনেক খুন করেছি
আমি অনেক রক্ত মাখা হাত ধুয়েছি।

আমি ত তোমার কাছেই তোমার কাছেই
তোমার কাছেই
সব দিয়েছি সব দিয়েছি সব দিয়েছি।





কবিতা

কবিতার জন্য চাই একটু বাতাস
একটু ঝালমুড়ি আর একটু ভাড়ে অথবা
কাগজের কাপ'এ গরম গরম চা।
তার সঙ্গে রবীন্দ্র সদন'ও একটু
মিশিয়ে দিতে পার।

দেখ যেন ঝাল না বেশি হয়ে যায়।

কবিতা ঝাল একদম সহ্য করতে পারে না।





জীবন

মৃত্যুর পরে কোথায় থেকে যায় জীবন
কেউ কি বলতে পারে !

কেউ কি কল্পনা করে নিয়ে যেতে পারে
নিজেকে সেই শূন্যতায় !

অমোঘ নিয়মের বশবর্তী হয়ে
মহাকালের দাসত্ব করে চলেছি
দিবারাত্রি কোন অনন্ত কাল ধরে।

জীবন হে মহামান্য অতিথি
কিছুটা সময় একটু ভাবতে থাকুন।





সমস্যা

আমাকে নিয়ে তোমার সমস্যা
তোমাকে নিয়ে আমার
বিশু কে নিয়ে পাড়ার সমস্যা
সমস্যা ভিল জাতিদের নিয়ে 
সমস্যা নর্মদা বাঁধে 
সমস্যা শক্তিমান'দের শক্তিতে
সমস্যা পরিযায়ী শ্রমিকের 
সমস্যা শিক্ষক নিয়োগে
সমস্যা জম্মুতে সমস্যা কাশ্মীরে
সমস্যা আমাদের দোর গোড়ায়

সমস্যা নিয়ে বাঁচতে বাঁচতে
একদিন দেখি পাতা বিবর্ণ হয়ে
ঝরে যাচ্ছে
হাতের চামড়া কুচকে আসছে
সদা সর্বদা ক্লান্তি
ক্লান্তিতে চোখের পাতা জড়িয়ে আসে
যখন তখন ঘুম পায়
সমস্যা নিয়ে ঘুমিয়ে পড়ি কোন এক দিন


কেন

কেন যে সবার মনের মত হতে পারিনা

সেই ভেবে চাতকিনী যখন অস্থির, 

তখন দ্বাররক্ষী চুপ করে দাঁড়িয়ে আছে।

কথাও বলে না নড়ে ও না।


এত বছর চলে গেলেও

দ্বাররক্ষী আর চাতকিনীর ভালো করে

কথাবার্তা হলো না

মনের মিলন ত দূরস্থান।

 

এমত অবস্থায় সময় চলে যাচ্ছে দেখে

প্রজন্ম মৃদু হাসছে 

আর ভবিষ্যতে সংগ্রাম করবে না ঠিক করেছে।

মন - মূল্যায়নের কোন উপায় নেই। 




আরো পড়ুন- হেলাল সালাহ উদ্দীনের কবিতা

 

Powered by Blogger.